মসজিদে আজানে কারণে ভাষণ স্থগিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার (৭ মে) কর্নাটকে নির্বাচনী প্রচারণায় যান রাহুল। সেখানে তুমাকারু এলাকায় তিনি ভাষণ দেয়ার সময় আজান শুরু হয় পার্শ্ববর্তী একটি মসজিদে। এ সময় আজান শুনে নিজের বক্তব্য থামিয়ে দেন এ কংগ্রেস নেতা। সামনে বসা দলীয় নেতা-কর্মীদেরও কথা বন্ধ রাখতে ইশারা করেন তিনি।
এরপর, আজান শেষ হলে আবারও নিজের বক্তব্য শুরু করেন তিনি। আজান শুনে ভাষণ বন্ধ করার ভিডিও এরইমধ্যে আলোড়ন তুলেছে নেটিজেনদের মাঝে, কুড়িয়েছে প্রশংসা।
/এসএইচ