ফ্লোরিডায় শিশু ও সাংবাদিককে হত্যাকারী কিশোর আটক

0
2


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় সাংবাদিক ও এক শিশুর হত্যাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হামলাকারীকে গ্রেফতারের ভিডিও প্রকাশ করে স্থানীয় প্রশাসন। খবর সিএনএন এর।

বৃহস্পতিবার প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, অস্ত্রসহ ১৯ বছর বয়সী মেলভিন মোজেস নামক সন্দেহভাজন এক কিশোরকে আটক করছে পুলিশ। এই কিশোরের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ আছে।

গত বুধবার অরল্যান্ডের পাইন হিলস শহরে হামলা চালায় কিশোর মেলভিন। একজন মধ্যবয়সী নারীকে হত্যা করে পালিয়ে যায় সে। তারপর একই এলাকার আরও একটি বাড়িতে হামলা করে সে। গুলি করে হত্যা করা হয় ৯ বছরের এক শিশু ও তার মাকেও।

মূলত এই দু’টি ঘটনার তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক টেলিভিশন সাংবাদিক। তিনি স্পেকট্রাম নিউজ থারটিনে কর্মরত ছিলেন। তবে হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসন।

এসজেড/