ইউক্রেন যুদ্ধের এ পরিস্থিতির জন্য পশ্চিমা দেশগুলোর আগ্রাসী পদক্ষেপই দায়ী: জাতিসংঘে চীন

0
4


ইউক্রেনে যুদ্ধ এবং সহিংস পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আগ্রাসী পদক্ষেপই দায়ী, এমন অভিযোগ করেছে চীন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের জরুরি বৈঠকে এমন মন্তব্য করেন দেশটির ডেপুটি রাষ্ট্রদূত দাই বিং। খবর আল জাজিরার।

এদিন রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বেইজিংয়ের উদ্বেগের কথা জানান তিনি। দাই বিং বলেন, কিয়েভকে পশ্চিমা দেশগুলো সামরিক সহায়তা অব্যাহত রাখলে এ সংকটের সমাধান হবে না। দ্রুত যুদ্ধবিরতি কার্যকর এবং সংঘাত বন্ধ করতে সব পক্ষকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে পরমাণু অস্ত্র আইন কঠোরভাবে মেনে চলার প্রতিও জোর দেয় চীন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষকে আরও মাসুল গুনতে হবে বলেও জানান চীনের প্রতিনিধি।

দাই বিং আরও বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বেইজিং উদ্বিগ্ন। এ বিষয়ে আমাদের অবস্থানও স্পষ্ট। প্রত্যেক দেশের সার্বভৌমত্ব এবং স্বতন্ত্রতাকে সম্মান জানাতে হবে। গত এক বছরে এটি প্রমাণিত, অস্ত্র সহায়তা যুদ্ধের ইতি টানবে না, বরং সহিংসতা আরও বাড়াবে। এই সংকটে পরোক্ষভাবে যুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, একতরফা নিষেধাজ্ঞা এবং অস্ত্র আইনের অপব্যবহার বন্ধ করুন। এমন পদক্ষেপ নিন যাতে যুদ্ধ-সংঘাত বন্ধ হয়।

এসজেড/