Site icon Amra Moulvibazari

কর্মী সংকটের কারণে মার্চের পর থেকেই ধীরগতি দেখা দিয়েছে ব্রিটিশ অর্থনীতিতে

কর্মী সংকটের কারণে মার্চের পর থেকেই ধীরগতি দেখা দিয়েছে ব্রিটিশ অর্থনীতিতে

দুর্বল ভোক্তা চাহিদা এবং কভিডজনিত কঁচামাল ও কর্মী সঙ্কট নিয়ে লড়াই করছে ব্রিটিশ ব্যবসায়ীরা । সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স । আইএইচএস মার্কিট জানায় , করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েক হাজার কর্মীকে আইসোলেশন থাকতে হয়েছে । কর্মী সংকটের কারণে মার্চের পর থেকেই ধীরগতি দেখা দিয়েছে ব্রিটিশ অর্থনীতিতে ।

২১ জুলাই পর্যন্ত ১০ দিনব্যাপী পরিচালিত জরিপ অনুযায়ী , অর্থনীতি এখনো প্রসারিত হচ্ছে । দেশটির উৎপাদন ও পরিষেবা খাতে মন্দা দেখা দেয়ায় আইএইচএস মার্কিট ও পিএমআই সূচক ৬২ দশমিক ২ শতাংশ থেকে জুলাইয়ে ৫৭ দশমিক ৭ শতাংশ পয়েন্টে নেমেছে ।

বিভিন্ন সংকটের কারণে ব্যবসায়ের ব্যয়ও বেড়ে গেছে । পিএমআই জরিপের ২৩ বছরের ইতিহাসে ব্যবসায়ের জন্য গড় ব্যয় সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে ।

Exit mobile version