কুরবানির পরই শুরু বর্জ্য অপসারণ কার্যক্রম | রাজধানীতেই কাজ করছে ২১ হাজার পরিচ্ছন্ন কর্মী

0
4

দক্ষিন সিটি বলছে ২৪ ঘন্টা আর উত্তর সিটি বলছে আজ রাত ১২ টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারন করতে হবে । এমন ঘােষণায় পর পরই বেশ জোরেশােরে শুরু হয়েছে দুই সিটির বর্জ্য অপসারন কাজ ।

জানা যায় হাটের বর্জ্য অপসারনের পাশাপাশি কোরবানির বজ্য দ্রুত অপসারনে এবার মাঠে কাজ করছে দুই সিটির সাড়ে ২১ হাজার পরিচ্ছন্ন কর্মী । তারপরও নগর কর্তারা , নগরবাসীর সহযােগিতা চেয়েছেন । প্রতি বছরই কোরবানির পশুর রক্ত হাড় সহ অন্য বজ্য সুষ্ঠ ব্যবস্থাপনায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে ।

তাই এবার আগে থেকে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারনের জন্য নানা প্রস্তুতি হাতে নেয় ঢাকার দুই সিটি কপােরেশন । এমন ঘােষণা বাস্তবায়নে ঈদের দিন ঢাকার দুই সিটি মিলে মাঠে নামে সাড়ে ২১ হাজার পরিচ্ছন্নতা কর্মী । পূর্ব ঘােষনায় ঈদের দিন বেলা দুই টা থেকে দুই সিটি কপােরেশন অনুষ্ঠানিকভাবে বজ্য অপসারনে নামে ।

রাজধানীর একশ ফিট সড়কে এক্সকাভেটর চালিয়ে বজ্য অপসারন কাযক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম । পরে বৃধবার রাত ১২ টার মধ্যে বর্জ্য অপসারনে মাঠে থাকবেন বলে জানান তিনি ।

এর আগে সকালে বায়তুল মােকারম মসজিদে ঈদুর আযহার নামাজ আদায় করতে এসে দক্ষিন সিটির কর্তা জানান ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলা হবে ঈদের দিনের সব বর্জ্য ।

এদিকে ঢাকার দুই সিটির কর্তারা মনে করেন আরাে কম সময়ের মধ্যে সুষ্ঠভাবে বর্জ্য অপসারন করা সম্ভব।তবে তার জন্য দরকার , রাজধানীবাসির সক্রিয় সমর্থন।