টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী অনিকসহ পাঁচ জনকে গ্রেপ্তার | Tik Tok Ridoy Babu

0
11

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী ও মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান হিরো অনিকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব । অভিযানে বিদেশি অস্ত্র , গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে

। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক সিন্ডিকেটের তথ্য পেয়েছে র‍্যাব । সোমবার কারওয়ানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় । বলা হয় , হত্যা , মাদকসহ অনিকের বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে । তাদের গ্রুপের সদস্য ২০-২৫ জন্য ।

কিশোর বয়স থেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল তারা ।