করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার । জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান , প্রাথমিকভাবে সাতদিন থাকবে এ লকডাউন । করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে । জরুরি পরিষেবা ছাড়া এ সময় সরকারি – বেসরকারি সব অফিস বন্ধ থাকবে ।
জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে । লকাডাউন কার্যকরে পুলিশ ও বিজিবির সাথে মাঠে থাকতে পারে সেনাবাহিনী । বিশেষজ্ঞরা বলছেন , নিম্নআয়ের মানুষের খাবারের ব্যবস্থা না করলে লকডাউন বাস্তবায়ন অসম্ভব ।
লকডাউনের মাঝেও সাধারণ মানুষের বাড়ি যাওয়ার বাধ ভাঙা জোয়ার ছিল গেল ঈদে । কঠোর বিধিনিষেধ থাকলেও অনেকেই তা মানেননি । পরে বাড়তে থাকে সংক্রমণ । বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা । বর্তমানেও বিধিনিষেধ চরমভাবে উপেক্ষিত ।
এ পরিস্থিতিতে বুধবার রাতে কোভিড -১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি তাদের ৩৮ তম সভায় দেশে ১৪ দিনের শাটডাউন দেয়ার সুপারিশ করে । শুক্রবার রাতে সরকার ঘোষণা দেয় কঠোর লকডাউনের । সোমবার থেকে এ লকডাউন কার্যকর হবে এক সপ্তাহের জন্য ।
এসময় জরুরি সেবা ব্যতীত সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে । এছাড়াও বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ছাড়া সব প্রকার যানবাহন । অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে । জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবেন না ।
তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে । এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে শনিবার , ২৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে । বিশেষজ্ঞদেরও পরামর্শ , করোনা সংক্রমণ রোধে বিধিনিধেষ কঠোরভাবে পালনের বিকল্প নেই ।
গেল ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়ে ‘ সর্বাত্মক লকডাউন ‘ শুরু হয় । পরে তা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয় ।