দেশের তিন সমুদ্র ও তিন নদী বন্দর ব্যবহারের অনুমতি পেল ভুটান | Bhutan

0
5

দেশের তিন সমুদ্রবন্দর চট্টগ্রাম , মোংলা ও পায়রাসহ মোট ছয়টি বন্দরকে ‘ পোর্ট অব কল ‘ হিসাবে ব্যবহারের অনুমতি পেল ভুটান । এছাড়া ভুটানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ ও বাহির হওয়ার পয়েন্টও বাড়ছে । মঙ্গলবার অনুষ্ঠিত দুই দেশের

যৌথ কারিগরি কমিটি জেটিসির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে এপ্রিলে ভুটান সফরকালে দুই দেশে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহণ ও ট্রানজিট সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয় ।

২০১৯ সালের ১৩ এপ্রিল এই এমওইউ – র আওতায় এসওপি স্বাক্ষর হয় ।