ডাইনোসর বিলুপ্তির শত শত বছর পরও , একে নিয়ে বিজ্ঞানীদের গবেষণা চলছে । সম্প্রতি অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ডাইনোসরের নতুন একটি প্রজাতি তালিকাভুক্ত করেছেন । ২০০৭ সালে কুইন্সল্যান্ডে একটি ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেন তাঁরা ,
যেটি এই মহাদেশে খোঁজ পাওয়া বৃহত্তম ডাইনোসর প্রজাতিগুলোর একটি ছিল বলে তাদের দাবী । নতুন এ প্রজাতিটির নাম দেওয়া হয়েছে দ্য সাউদার্ন টাইটান ।
গবেষকেরা বলছেন , অস্ট্রেলিয়ায় পাওয়া এই ডাইনোসর বিশ্বজুড়ে খোঁজ পাওয়া বৃহত্তম ১৫ ডাইনোসরের একটি ।
এর আকার একটি বাস্কেটবল কোর্টের সমান । উচ্চতা ২১ ফুট ও দৈর্ঘ্য প্রায় ৯৮ ফুট হতে পারে । কুইন্সল্যান্ডের দক্ষিণ – পশ্চিমাঞ্চলে প্রথম এই প্রজাতির কঙ্কাল পাওয়া যায় ।