শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দী করে সেতুতে ফেলে দেন স্বামী | Moulvibazar

0
16

মৌলভীবাজার জেলা পুলিশ ২৪ ঘণ্টায় ভিকটিমের পরিচয়সহ একটি হত্যা রহস্য উদঘাটন করেছে । পুলিশ বলছে , স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি করে ব্রীজের নিচে ফেলে দেয় মসুদ মিয়া । তাকে গ্রেফতার করা হয়েছে । দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ জাকারিয়া জানান ,

গত ১৮ মে শ্রীমঙ্গল উপজেলার বেলতলী এলাকার উদনা ছড়া ব্রীজের নীচ থেকে বস্তা বন্দী অজ্ঞাত এক নারীর লাশ  উদ্ধার করা হয় । এ ঘটনায়  পুলিশ বাদী হয়ে  শ্রীমঙ্গল থানায় মামলা করে । পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে চলে তদন্ত । বস্তায় লেখা একটি নামের সূত্র ধরে হত্যাকারী মসুদ মিয়াকে গ্রেফতার করা হয় ।

জিজ্ঞাসাবাদে তিনি জানান ,  ডলি আক্তার তার ৪র্থ স্ত্রী । পারিবারিক কলোহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে ।