পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে । কলকাতা ও পুরুলিয়ায় গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি মামলা করেছে তৃণমূল । রাজ্যে এসব মামলার পাশাপাশি অব্যাহত রয়েছে নির্বাচন পরবর্তী সংঘর্ষ । ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় নিহত ৪ জনের মৃত্যুর তদন্তের জন্য ৪ সদস্যের একটি বিশেষ তদন্ত টিম গঠন করেছেন মমতা ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ডিএমকের সভাপতি এম কে স্ট্যালিন । শুক্রবার সকালে চেন্নাইয়ে রাজভবনে তাকে শপথগ্রহণ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত ।