Site icon Amra Moulvibazari

ভারতে হাসপাতালে আগুন; প্রাণ গেল ১৮ করোনা রোগীর

ভারতে হাসপাতালে আগুন; প্রাণ গেল ১৮ করোনা রোগীর

আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটলো ভারতের কোভিড হাসপাতালে। গুজ্রাটের এইঘটনায় প্রাণ গেছে অন্তত ১৮ জনের। শনিবার ভোররাতে ভারুচ শহরে হাসপাতালের কোভিড ওয়ার্ডে এ আগুনের সূত্রপাত ঘটে। যা ছড়িয়ে পড়ে আইসিইউ কক্ষেও।

উদ্ধারকর্মীরা জানান, হাস্পাতালের নিচ তলায় লাগা আগুন ১ ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনেন তারা। কিন্তু তার আগেই দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১২ জন রোগীর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৬ জন। অন্তত অর্ধশত কর্মীকে উদ্ধার করতে সক্ষম হন দমকল কর্মীরা।

আগুনের কারণ এখনো জানা যায় নি। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার পর গেল কয়েকদিনে বেশ কয়েকটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।

Exit mobile version