ভারতে হিন্দুদের শেষকৃত্য করছেন মুসলমানরা!

0
7
India

সময় যতো গড়াচ্ছে, মহামারির ভয়াবহতা যেন ততোই বাড়ছে ভারতে। মরদেহ সৎকারে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে। অনেক জায়গায় শুরু হয়েছে ‘গণদাহ’। খোলা হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে, হিন্দুদের শেষকৃত্যে সহায়তা করছেন মুসলিম আর খ্রিস্টানরাও।

ভারতে প্রতিদিন করোনায় মৃতের সংখ্যা এতো বাড়ছে যে স্থাপন করতে হচ্ছে অস্থায়ী শ্মশান। দিন গড়িয়ে রাত চিতায় আগুন নেভার নাম নেই। শ্মশানের পেশাদার কর্মীদের পাশাপাশি মরদেহ সৎকারের কাজে এগিয়ে আসছেন অনেক স্বেচ্ছাসেবী। করোনার ভয়াবহতায় তারাও বাকরুদ্ধ। দিল্লিতে এর আগে এমন সংকট দেখেননি তারা বলেছেন গণমাধ্যমকে।

অনেক মৃতদেহের আবার স্বজনের খোঁজ নেই। হয়তবা করোনায় আক্রান্ত, নতুবা আর্থিক ঝক্কি ঝামেলার ভয়ে নিচ্ছেন না প্রিয়জনের মরদেহ। মহামারীর এই সময়ে জাত-ধর্ম-গোত্র ভুলে এসব বেওয়ারিশ লাশের সৎকারের ব্যবস্থা করছে অনেক সংস্থা।

ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদেহ চলে যাচ্ছে শ্মশান কিংবা কবরস্থানে। সরকারি হিসেবে টানা তিনদিন করোনায় দু হাজারের বেশি মৃত্যু দেখেছে ভারত। অনেকের দাবি মৃত্যুর আসল সংখ্যা আরো বেশি। শ্মশাঙ্গুলোতে মৃতদেহের দীর্ঘ লাইন লেগে যাওয়ায় অনেক জায়গায়ই চলছে গণদাহ।