বগুড়ায় জব্দকৃত ৮৮ ফেনসিডিলের বোতল উধাও এক ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে । অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন । প্রত্যাহারকারীরা হলেন ,শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম , পরিদর্শক শাহীনুজ্জামান এবং উপপরির্দশক সুজাউদ্দৌলা ।
প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে । জানা যায় , ৩ এপ্রিল একটি বাস থেকে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ।
পরেরদিন ১১০ বোতল ফেনসিডিল জব্দ দেখিয়ে থানায় মামলা করেন সুজাউদ্দৌলা । বাকী ৮৮ বোতল ফেনসিডিল সোর্সের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলে প্রত্যাহার করা হয় তাদের ।