তুরস্কের সামসুন প্রদেশে চোরাচালানকারীদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি তাওরাত গ্রন্থ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় আটক হয়েছে ৫ জন । স্থানীয় পুলিশের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানায় , সংঘবদ্ধ একটি অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে তথ্য পাওয়ার পরেই তাদের ধরতে অভিযান চালায় পুলিশ ।
এক পর্যায়ে শহরের উপকণ্ঠে দুটি ব্যাক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয় । তখন একটি গাড়ি থেকে প্রায় ২৫ শ বছর পুরোনো আসমানী গ্রন্থ তাওরাতের একটি পাণ্ডুলিপি উদ্ধার হয় । ১৯ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল বলে জানা গেছে ।
নবী হজরত মুসা ( আঃ ) এর ওপর নাযিল হয়েছিল গ্রন্থটি । এই গ্রন্থের বাণী বনি ইসরাইল জাতির মধ্যে প্রচার করা হয়েছিল ।