রাজধানীর দক্ষিণখানে আওয়ামীলীগ নেতার গুলিতে ব্যবসায়ী নিহত!

0
5

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী আব্দুর রশিদকে প্রকাশ্যে গুলি করে হত্য করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় আওয়ামীলীগ নেতা হান্নানের গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বালু ফেলাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা হান্নানের শটগানের গুলিতে রশিদ নিহত হয়। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে ঘটনাস্থল এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এই এলাকায় এটিই প্রথম ঘটনা নয়। এর আগেও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অনেক হত্যার ঘটনা ঘটেছে।