দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু | Dighi Jhantu

0
4

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু । দীঘি , তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে  জানান নির্মাতা ঝন্টু । সম্প্রতি মুক্তি পাওয়া ‘ তুমি আছো তুমি নেই ‘ সিনেমাকে কেন্দ্র করে দিঘীর করা এক মন্তব্যকে ঘিরেই এই মামলা ।

নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা মুক্তি পায় ১২ মার্চ । দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমাটির নাম ‘ তুমি আছো তুমি নেই । সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশিত হয় সিনেমার অফিশিয়াল ট্রেইলার । যা দেখে নেটিজেনরা সমালোচনায় মাতেন ।

অনেকেই ব্যাঙ্গ করে এই ট্রেলার দেখার জন্য খরচ হওয়া ইন্টারনেট বিলও ফেরত চান ।

নেটজুড়ে এমন সব সমালোচনায় বিব্রত হয়ে নায়িকা দীঘি এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বিরুপ মন্তব্য করেছেন । আর তাতেই এমন ক্ষিপ্ত হন নির্মাতা । নিজেকে উপমহাদেশের সবচেয়ে গুণী নির্মাতা দাবি করে কম বাজেটে মানহীন সিনেমা নির্মাণের সমালোচনার কড়া জবাব দেন তিনি । যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রার্থনা ফারদিন দীঘি ।

১২ ই মার্চ সারাদেশের প্রায় ২৫ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে দিঘীর প্রথম সিনেমা ।