দিলীপ কুমার আগরওয়ালা ও বাজুসের দোলন পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
2


ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা, বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলন ও তাদের স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। সোনা চোরাচালানের মধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম।

নিষেধাজ্ঞার আদেশপ্রাপ্ত অন্যরা হলেন- দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালা, তাদের সন্তান ইয়াশ আগরওয়ালা ও আচল আগরওয়ালা, এনামুল হক খান দোলনের স্ত্রী শারমীন খান, তাদের সন্তান আলিফ ইমরান খান ও লভিন খান।

আরও পড়ুন

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট দিলীপ কুমার আগরওয়ালা বর্তমানে ভিন্ন মামলায় জেলহাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, তাদের বিদেশ গমন রহিতকরণের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

গত বছরের ৪ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র‍্যাব। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। এছাড়া গত ১১ এপ্রিল বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এমআইএন/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।