যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আগের ম্যাচে এফসি সিনসিনাটির কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ইন্টার মিয়ামি। এটি ছিল টানা ৫ জয়ের পর ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির প্রথম হার। তবে মিয়ামিকে যে হারের বৃত্তে আটকে রাখা অসম্ভব, সেটি পরের ম্যাচেই প্রমাণিত হলো।
এক ম্যাচ পরেই জয়ে ফিরলো মিয়ামি। এটি যেনতেন জয় নয়, নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় জয়ে ফের ছন্দে ফিরেছে লিওনেল মেসিদের ক্লাব।
এই ম্যাচেও জোড়া গোল করেছেন মেসি। সঙ্গে দুটি অ্যাসিস্টও আছে আর্জেন্টাইন সুপারস্টারের। এটি নিয়ে ৭ ম্যাচের ৬টিতেই একাধিক গোল করলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
বিস্তারিত আসছে…
এমএইচ/