খুলনায় ‌‘মদপানে’ পাঁচজনের মৃত্যু

0
4


খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা শেরের মোড় এলাকায় ‘মদপানে অসুস্থ হয়ে’ পাঁচজন মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নগরীর বয়রা এলাকা থেকে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে এলে একে একে মারা যান বলে জানান সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান।

খুমেক হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের রেজিস্ট্রারে মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়ার বিষয় উল্লেখ রয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আবদুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং খালিশপুরের তোতা (৬০) এবং বয়রার আজিবর (৪৫)।

ওসি মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশি মদপানে তাদের মৃত্যু হয়েছে। ময়না-তদন্তের জন্য সাবু এবং বাবুর মরদেহ খুমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

খুলনা মাদকের অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, মদপানে পাঁচজন মারা যাওয়ার ঘটনা অবগত হয়েছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি। তবে তদন্ত ছাড়া এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

আরিফুর রহমান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।