গুরুতর আহত হয়ে হাসপাতালে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মমতা | Mamata Banerjee

0
4
{"source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1615453462728","subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1615453462706","source":"other","origin":"gallery","total_draw_actions":1}

নির্বাচনী প্রচারে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে গিয়ে গুরুতর আহত হবার পর বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । ৪৮ ঘন্টার জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ ।

মুখ্যমন্ত্রীর এমআরআই ও অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখার পর হাসপাতাল থেকে জানানো হয়েছে , বা পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে গুরুতর আঘাত রয়েছে তার । এছাড়াও ডান হাত , ডান কাধ ও গলায় আঘাত পেয়েছেন তিনি ।

বুকে ব্যাথা ও স্বাসকষ্ট অনুভব করছেন মমতা । বৃহস্পতিবার পুনরায় সিটি স্ক্যান হওয়ার কথা রয়েছে তার ।

মুখ্যমন্ত্রীর এই আঘাত পাওয়ার ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ আসার পরেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে ২৪ ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন ।