সুনামগঞ্জে খাল পার হতে গিয়ে ডুবে মা-মেয়ের মৃত্যু

0
2


সুনামগঞ্জের মধ্যনগরে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে পানিতে ডুবে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার গলহাখাল পারাপার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মা বিলকিস বেগম (২৫) ও মেয়ে বিথী (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার গলহা গ্রামের এক ভিক্ষুক মহিলা তার মেয়েকে নিয়ে গলহা খালটি হেঁটে পারাপারের সময় পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন।

লিপসন আহমেদ/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।