সুইজারল্যান্ডে গণভোটে নিষিদ্ধ হলো বোরকা!

0
5

নেকাব নিষিদ্ধের রায় দিলো সুইজারল্যান্ড। রোববারের গণভোটে, সামান্য ব্যবধানে প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের বিতর্কিত প্রস্তাব পাস হয়।

দেশটির নিয়ম অনুসারে যেকোনো ইস্যুতে ১ লাখ মানুষ সাক্ষ্য প্রদান করলে, সেই প্রস্তাবের উপর গণভোট অনুষ্ঠিত হয়। এই ভোটাভুটিতে ৫১.২ শতাংশ মানুষ প্রস্তাবটির পক্ষে রায় দেন। বিরোধিতা করেন ৪৮.৮ ভাগ মানুষ।

দেশটির ২৬টি প্রশাসনিক অঞ্চলের ছয়টিতে বেশিরভাগ মানুষ এই প্রস্তাব সমর্থন করেন নি। যার মাঝে রয়েছে বড় তিনটি শহর জুরিখ, জেনেভা এবং ব্রাসেল। এছাড়াও রাজধানী বার্নের বেশিরভাগ মানুষ পোশাকটি নিষিদ্ধের বিপক্ষে ছিলেন। এর ফলে কোনো নারী জনসম্মুখে মুখ ঢেকে রাখতে পারবেন না।