আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে

0
5


দেশজুড়ে ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলাগুলোর নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। টানা এ বৃষ্টিপাত আগামীকাল বৃহস্পতিবার থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, লাগাতার বৃষ্টি আগামীকাল থেকে কমতে পারে। যদিও দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। তবে বিগত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমবে।

আগামী ১৩ জুলাই থেকে বৃষ্টিপাত আবার বাড়তে পারে বলে জানান কাজী জেবুন্নেছা।

এদিকে, ফেনীতে গতকালের চেয়ে আজ বৃষ্টিপাত কমেছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশে সর্বোচ্চ ২৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে, ঢাকায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনভর ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরএএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।