সড়ক দুর্ঘটনায় মেয়রের স্ত্রী-সন্তান সহ প্রাণ গেল ৩ জনের

0
7

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভা মেয়রের স্ত্রী-সন্তান সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। মেয়র নিমাই চন্দ্র সরকারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

বরিশালের ভাঙ্গা থেকে নগরকান্দা ফিরছিলো মেয়রের মাইক্রবাসটি। কালিয়ার মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকাগামী একটি বাসের সাথে। ঘটনাস্থলেই নিহত হন মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার ও সহযোগী কামাল হোসেন।

গুরুতর আহত অবস্থায় মেয়রের ছেলেকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মারা যান তিনি।