রাজধানীর চকবাজারের বাককুশা মাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোরশেদ আলম তানিম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার রাতে এই ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি করা হয়। পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা তারেক হোসেন জানান, ওইদিন রাতে চকবাজারের বাককুশা মাজারের সামনে আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। আমরা উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে আজ বুধবার (২ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার ভাগিনা পুরান ঢাকার আহমেদ ভবানী একাডেমি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
তিনি জানান, কে বা কারা আমার ভাগিনাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি আমরা জানতে পারিনি। আমাদের ধারণা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমার ভাগিনার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, তানিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামে। তারা বাবার নাম ফিরোজ আলম। ৭ নম্বর নূর বক্স লেনের বংশাল এলাকায় ভাড়া থাকত সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস