মীরুর মৃত্যুর খবরে কান্না থামছে না স্বজনদের । মৃত্যুর খবরে বাড়িতে ভিড় করছে স্বজন ও এলাকবাসী ।
পুলিশ জানায় , সোমবার রাতে মোটরসাইকেলে করে উপজেলা সদরে নিজ বাড়িতে ফিরছিলেন ফারুক হোসেন মীরু । এসময় তার উপর হামলা চালিয়ে এলোপাতা দিয়ে কুপিয়ে যায় দুর্বত্তরা ।
স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি হলে , তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর ।
এলাকাবাসীরা বলেন , রাজনীতির কারণে কোনো সমস্যা থাকতে পারে । তাহলে এরকম ঘটনা হলে যে কুপাইবো এবং মাইরা ফালাইবো । এরকম শাস্তির কোনো বিকল্প নাই । এঘটনার সুষ্ট বিচার দাবি করেন তারা ।
মানিকগঞ্জ পিবিআই এর উপ-পরিদর্শক বলেন , রাজনীতি কোন্দলের কারণে এ হত্যা কান্ড হতে পারে । তিনি আরো ও বলেন , তদন্ত চলছে আমাদের বিস্তারিত । প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছি , যেহেতু উনি রাজনীতি করেন রাজনীতিক কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে ।
নিহত ফারুক হোসেন মীরু সিঙ্গাই এর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।