নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে মাসুদ-জয়

0
1


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে জয় পেয়েছে মাসুদ-পন্টির নেতৃত্বাধীন প্যানেল। এতে সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক পদে বাংলা ভিশন টেলিভিশনের প্রতিনিধি আফজাল হোসেন পন্টি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন (এনটিভি), সহ-সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।

কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), আরিফ আলম দিপু (শীতলক্ষ্যা), আব্দুস সালাম (এটিএন বাংলা), মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায় (সংবাদ)।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মাসুদুজ্জামান মাসুদ ও অ্যাডভোকেট নবী হোসেন। র্যাব ১১ এর সিও লে. কর্নেল. এএইচএম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার নির্বাচন পরিদর্শন করেন। এর আগে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।