সকালে স্বামীর সঙ্গে ঝগড়া, রাতে লাশ মিললো গৃহবধূর

0
2


মাদারীপুরের শিবচরে নিজ কক্ষ থেকে জমিলা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার শিবরায়েরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জমিলা আক্তার একই এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে ও ভ্যানচালক মুসা মুন্সির স্ত্রী।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিনবছর আগে মুসা মুন্সির সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় জামিলা আক্তারের। শুক্রবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান। রাত ৮টার দিকে জামিলা আক্তারকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখেন এলাকাবাসী। পরে মুসাকে খবর দিলে জামিলাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রাথমিকভাবে জেনেছি, ঘরের দরজা ভেঙে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।