বাংলাদেশি বোলারদের অসহায় বানিয়ে আবারও সেঞ্চুরি নিশাঙ্কার

0
0


গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৫ রান করে জয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাল্টা ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার ১৮৭ রানের ইনিংসে সেই সম্ভাবনা উবে গেছে সফরকারীদের। শেষ পর্যন্ত গল টেস্ট হয়েছিল ড্র।

সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের দলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন নিশাঙ্কা। কলম্বোতে প্রথম ইনিংসে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই তারকা দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে যেন অসহায়ত্ব প্রকাশ করছে বাংলাদেশের বোলাররা। এই দেখেশুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন, পরক্ষণে মারার বল পেলেই বাউন্ডারি হাঁকাচ্ছেন নিশাঙ্কা।

এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৫৫ ওভারের খেলা শেষে ১ উইকেটে ২০৩ রান। নিশাঙ্কা ১০১ আর দিনেশ চান্দিমাল ৫৯ রানে অপরাজিত। বাংলাদেশ থেকে মাত্র ৪৪ রানে পিছিয়ে লঙ্কানরা।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। ২৪৭ রানে অলআউট হয় সফরকারীরা।

এরপর ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনের বাকি সময়ে ২১ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের শুরুতে লাহিরু উদারাকে (৬৫ বলে ৪০) ফেরান তাইজুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে আবারও প্রাচীরের মতো দাঁড়িয়ে যান নিশাঙ্কা ও চান্দিমাল। এখন ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন তারা।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।