শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান

0
1


ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসির) খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ ওই সদর দপ্তরের একটি বিবৃতি উদ্ধৃত করেছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর আঘাতের কারণে শাদমানির মৃত্যু হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ১৭ জুন এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে ‌‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ শাদমানিকে হত্যা করা হয়েছে।

শাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সহযোগী ছিলেন এবং দেশটির ‘যুদ্ধকালীন প্রধান কর্মী’ হিসেবে পরিচিত ছিলেন।

ইসরায়েলি বিমান হামলায় তার পূর্বসূরী গোলাম আলী রশিদ নিহত হওয়ার পর ১৩ জুন তাকে খাতাম আল-আম্বিয়ার কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।