Site icon Amra Moulvibazari

তুরস্ক থেকে আমদানি করা পেয়াজের বস্তায় মিলেছে বড় বড় পাথর

তুরস্ক থেকে আমদানি করা পেয়াজের বস্তায় মিলেছে বড় বড় পাথর

২৫ কেজির এক বস্তা পেয়াঁজে প্রায় অর্ধেকই মিলছে পাথর । আমদানী করা এমন পেয়াজের পরিমাণ প্রায় ৪০ টন । চট্টগ্রাম বন্দরে বড় বড় পাথরসহ বিপুল পরিমাণ এই পেয়াজ এসেছে তুরস্ক থেকে । ভোক্তা অধিকার সংগঠন – ক্যাব বলছে , আমদানির নামে মানি লন্ডারিং করতেই এমন কারসাজি কি না তা যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন ।

সমুদ্র বন্দর কর্তৃপক্ষও বলছে , এই কারসাজি খতিয়ে দেখবেন তারা । আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান । দেশের বাজারে সংকট মেটাতে প্রতিবেশী ভারত ছাড়াও মিয়ানমার ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা ।

সম্প্রতি পেঁয়াজ আমদানির বিপরীতে ঘটেছে প্রতারণার ঘটনা । তুরস্ক থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আসা বিপুল পরিমান আমদানি করা পেয়াঁজের বস্তায় মিলেছে বড় বড় পাথর । দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে দেখা যায় ২৫ কেজির এক বস্তা পেয়াঁজে পাওয়া যাচ্ছে ১২ কেজিরও বেশি পাথর । প্রায় ৪০ টন পেয়াজের কপালে জুটেছে একই পরিণতি । এ নিয়ে সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছে , এই কারসাজির বিষয়ে খতিয়ে দেখবেন তারা ।

মো: নাছির উদ্দিন , উপ পরিচালক , সমুদ্র বন্দর , চট্টগ্রাম । আমদানি রপ্তানির বিপরীতে দেশে বিপুল পরিমাণ অর্থপাচারের খবর প্রায়ই উঠে আসে শুল্ক গোয়েন্দার প্রতিবেদনে । ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে , আমদানির আড়ালে মানি লন্ডারিং হয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন ।

চলতি বছরের শুরুতে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা । তবে দেশটির স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় অনেকেই আমদানি করছেন তুরস্কের পেঁয়াজ ।

Exit mobile version