কোটা বাতিল না করলে দুর্বার আন্দোলন: ইবি সমন্বয়ক

0
3


হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেছেন, শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া অন্য সব কোটা বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয়, তাহলে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন বন্ধ করে দেবো।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এস এম সুইট আরও বলেন, ‘আমাদের জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা প্রথার বিরুদ্ধে। কিন্তু এতগুলো ভাইয়ের শাহাদাতবরণের পরও এখনো বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোটা প্রথা বহাল থাকে? আমরা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের কোটা প্রথার বিলুপ্তি চাই। আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘এই কোটার জন্যই কি রক্ত ঝরালাম?’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘রক্তাক্ত জুলাইয়ের সঙ্গে বেইমানি’, ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা?’, ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘প্রশাসন কি আবারও রক্ত দেখতে চায়?’, ‘কোটা বিলুপ্তিতে আবারও রক্ত দেব’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ইরফান উল্লাহ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।