যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকিতে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
যাত্রীদের নিরাপত্তার কথা জানিয়েছে সোমবার (২৩ জুন) আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কাতার। দোহা বলছে, সাম্প্রতিক ঘটনাবলির আলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এ অঞ্চলে উত্তেজনা বাড়ায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কাতার কর্তৃপক্ষ।
এমএএইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।