খেলার সময় শিশুকে তুলে নিয়ে ধর্ষণ; বৃদ্ধ গ্রেফতার!

0
6

রাজবাড়ির পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলার মূড়াট ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ গতকাল বাড়ির পাশে খেলা করছিলো শিশুটি।  এ সময় বৃদ্ধ তোফাজ্জেল মৃধা তাকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। নির্যাতনে শিকার শিশু তার পরিবারকে জানালে তার পরিবারের সদস্যরা বৃদ্ধাকে ধরে এনে চেয়ারে বেঁধে রাখেন। এ সময় অভিযুক্ত শ্যালক তাকে হুমকি দিয়ে নিয়ে যায়। পরে পরিবার থেকে মামলা করা হলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।