ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

0
3


ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সঙ্গে সঙ্গে মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠেছে।

শনিবার (২১ জুন) ভোরে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে শুক্রবার (২০ জুন) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ১৭ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের চ্যানেল ১২ এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদের মধ্যে একটি ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।