ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

0
3


ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১১ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। বুধবার (১৮ জুন) দিনগত রাতে উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটকরা যশোর, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা।

বিজিবি জানায়, রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় নারী-শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।