রাজধানীর কদমতলীর সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রুহেলা আক্তার (২১) নামের এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) এই দুর্ঘটনার পর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান জানান, রাতে কদমতলী ঢাকা ম্যাচ শ্রমিক কলোনির ২২ নম্বর রোডের সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা তার স্বজনদের কাছে জানতে পেরেছি গতরাতে অটোরিকশা করে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রুহেলার শাশুড়ি জেসমিন আক্তার জানান, সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হয় রুহেলার। সেই অফিস থেকে বাসায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।
রুহেলার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার চাউলা এলাকায়। তার বাবার নাম তাজ উল্লা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসায় স্বামী হামিদুলের সঙ্গে থাকত রুহেলা।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম