এক গোলেই রোনালদোর রেকর্ড, জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

0
3


উয়েফা নেশন্স লিগে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে পর্তুগাল। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার স্পেন ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

বুধবার রাতে পর্তুগালের জয়ে বড় অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো রোলানদো। পর্তুগিজদের জয় নির্ধারণী গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ৪০ বছর বয়সী এই তারকা।

জার্মানির বিপক্ষে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন রোনালদো। একইসাথে দেশের অভিশাপ” থেকেও মুক্তি লাভ করেন। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আগের পাঁচ ম্যাচেই জার্মানির বিপক্ষে পরাজিত হয়েছিলেন। আর পর্তুগাল ২০০০ সালের পর এই প্রথম জার্মানিকে হারালো।

ম্যাচের প্রথমার্ধে জার্মানি দাপট দেখালেও গোলরক্ষক দিয়োগো কস্তার অসাধারণ নৈপুণ্যের কারণে গোল করতে পারেনি। ম্যাচের শুরুতেই কস্তা জার্মান তারকা লিয়ন গোরেতস্কার নিচু শটটি দারুণভাবে রুখে দেন।

জার্মানি এগিয়ে যায় ৪৮ মিনিটে। যখন জোশুয়া কিমিচের নিখুঁত পাস থেকে ফ্লোরিয়ান ভিরটজ অনায়াসে হেড করে গোল করেন। ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় ফ্রান্সিসকো কনসেইসাওর গোলে সমতায় ফেরে পর্তুগাল।

এর ঠিক পাঁচ মিনিট পর ৪০ বছর বয়সী রোনালদো তার ১৩৭তম আন্তর্জাতিক গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এই গোল করে অধিনায়ক হিসেবে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি।

এই জয়টি কনসেইসাওর জন্য বিশেষ ছিল। কারণ ২০০০ সালে জার্মানির বিপক্ষে পর্তুগালের শেষ জয়ের দিনে তার বাবা সার্জিও কনসেইসাও হ্যাটট্রিক করেছিলেন।

পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, আমরা এই জয়টা উপভোগ করবো। অনেক দিন পর জার্মানির বিপক্ষে জিতলাম। কৌশলগতভাবে আমরা দুর্দান্ত ছিলাম এবং আমাদের প্রতিশ্রুতি দলকে সাহায্য করেছে। এটা পুরো দলের জয়।

জার্মানি ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, যখন বদলি খেলোয়াড় করিম আদেয়েমি বাঁ পায়ের জোরালো শট নেন। কিন্তু ওই শট পোস্টের বাইরে লেগে ফিরে আসে।

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মাত্র চার দিন পরই দুর্দান্ত পারফরম্যান্স দেখানপর্তুগালের ভিতিনহা। মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখেন তিনি। জার্মানির গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন পরবর্তীতে একাধিক দারুণ সেভ করে পর্তুগালকে গোল করা থেকে বিরত রাখেন।

স্টুটগার্টে আজ বৃহস্পতিবার অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। এখান থেকেই একটি দলকে বেছে নিয়ে আগামী রোববার ফাইনালে নামাবে পর্তুগাল। উল্লেখ্য, পর্তুগাল ২০১৯ সালে নেশনস লিগের প্রথম আসর জিতেছিল।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।