বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বান্দরবান জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও মোহাম্মদ জাবেদ রেজাকে সদস্য সচিব করে ৪৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ওসমান গনিকে। এছাড়া ১১ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তাদের মধ্যে আছেন লুসাই মং, মুজিবর রশিদ, আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন তুষার, সা শৈ প্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, রিটল কান্তি বিশ্বাস ও মো. নেজাম উদ্দিন চৌধুরী।
কমিটিতে নারী সদস্য হিসেবে রয়েছেন মাম্যাচিং ও অ্যাডভোকেট উম্যাসিং।
বাকিদের মধ্যে রয়েছেন- আলহাজ নাজেমুল ইসলাম চৌধুরী, আবদুল শুক্কুর, নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, সাবিকুর রহমান, সরওয়ার জামাল, চনু মং, সেলিম রেজা, থোয়াইনু অং চৌধুরী, মং শৈ হ্লা, আব্দুর রব, নুরুল আলম কোম্পানী, আরেফ উল্লাহ ছুট্রো, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মং ক্য নু চৌধুরী, মাসুক আহমেদ, শ্যামল কান্তি বড়ুয়া, নাছির উদ্দিন চৌধুরী, টিমং প্রু, আবু তাহের মিয়া, আবু বক্কর, সাইফুদ্দিন, আবুল হাশেম, উফাসা মার্মা, মং শৈ ম্রাই, শৈ সা অং, নজরুল ইসলাম ও নুমং প্রু মার্মা।
নতুন এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে বান্দরবানে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে দলটির নেতারা আশা করছেন।
কেএইচ/কেএসআর