কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

0
0


কুমিল্লার টমছমব্রিজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের সোহাগ মোল্লা (২৬), কুমিল্লা সদর উপজেলার রিয়াজ হোসেন (২৮) এবং সদর দক্ষিণ উপজেলার খাইরুল হাসান (৩০)।

পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিকশায় করে টমছমব্রিজ এলাকায় যাচ্ছিলেন তারা। সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে।

আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জাহিদ পাটোয়ারী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।