গতকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কিছুটা কমেছে। অন্যদিকে তাপমাত্রা বাড়তে শুরু করছে। গতকাল খুলনা বিভাগে ছিল তাপপ্রবাহ। আজ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। বর্ষাকাল অনুযায়ী একই সঙ্গে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিও থাকতে পারে।
আরএএস/জেএইচ/জেআইএম