জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়িকা তানিন সুবহা। সোমবার (০২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিলে তাকে আইসিইউতে রাখা হয়।
এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়। সরেজমিনে জানা যায়, হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয় এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়। ফরাজী হাসপাতালের ডাক্তারদের পরামর্শ পপুলার হাসপাতালে আনলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিন সুবহার মা তাসলিমা। তানিনের অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনামায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এমআই/জেআইএম