উইঘুর মুসলিমদের সাথে মানবাধিকার লঙ্ঘনের চরম মূল্য দিতে হবে চীনকে। মঙ্গলবার এই হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, চীনের জিঞ্জিয়াং প্রদেশের সংখ্যালঘুদের উপর আচরণ পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো। এই সময় উইঘুরদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানান বাইডেন। বলেন মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনে ঘটনায় সারা বিশ্বে সমালোচিত প্রেসিডেন্ট শি জিনপিং। তার বক্তব্য চীন বিশ্ব নেতৃত্বে যাওয়ার চেষ্ঠা করছে। কিন্তু অন্যান্যদের আস্থা অর্জন করতে না পারলে সেটি অসম্ভব।