নাইজেরিয়ায় ব্রিজ থেকে বাস পড়ে ২২ অ্যাথলেট নিহত

0
1


পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি বাস ব্রিজ থেকে পড়ে যাওয়ার ঘটনায় ২২ অ্যাথলেট নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্য ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, একটি বাস দুর্ঘটনায় জাতীয় ক্রীড়া ইভেন্ট থেকে বাড়ি ফেরার সময় ২২ জন অ্যাথলেট নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

কানোর গভর্নর আব্বা কবির ইউসুফ দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, শনিবার ৩০ জনেরও বেশি যাত্রী বহনকারী বাসটি কানো-জারিয়া এক্সপ্রেসওয়ের চিরোমাওয়া সেতু থেকে পড়ে যায়।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) বলছে, দীর্ঘ সময় ভ্রমণের পর চালক হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আব্বা কবির ইউসুফ বলেন, বাসটিতে অ্যাথলেটরা ছাড়াও তাদের কোচ এবং ক্রীড়া কর্মকর্তারাও ছিলেন। তারা নাইজেরিয়ান জাতীয় ক্রীড়া উৎসবে কানো রাজ্যের প্রতিনিধিত্ব করছিলেন। এটি প্রায় এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণের ওগুন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল।

তিনি সোমবার কানো রাজ্যে একদিনের শোক দিবস ঘোষণা করেছেন। তার ডেপুটি আমিনু গোয়ারজো বলেছেন, নিহতদের পরিবারগুলোকে সহায়তা হিসেবে ১০ লাখ নাইরা (প্রায় ৬৩০ ডলার) এবং খাবার সরবরাহ করা হবে।

নাইজেরিয়ার দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ান স্টুডেন্টস এক বিবৃতি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, ‌‌‘হৃদয়বিদারক’ এই ঘটনা পুরো জাতির ওপর, বিশেষ করে যুব ও ক্রীড়া সম্প্রদায়ের ওপর শোকের ছায়া ফেলেছে। প্রতি দুই বছর অন্তর নাইজেরিয়ার জাতীয় ক্রীড়া উৎসবে দেশটির ৩৫টি রাজ্যের ক্রীড়াবিদরা একত্রিত হয়।

আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে সড়ক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার খারাপ অবস্থা এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগই এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

এর আগে গত মার্চে রাজধানী আবুজার কাছে পার্ক করা একটি গাড়ির সঙ্গে একটি ট্রেলার ধাক্কা খেয়ে আগুন ধরে যাওয়ার পর কমপক্ষে ছয়জন প্রাণ হারায়। গত বছর নাইজেরিয়ায় ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড হয়েছে। এতে প্রায় ৫ হাজার ৪২১ জন নিহত হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।