বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মৌলভীবাজার শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ।
ঘটনাটি ঘটে রোজ মঙ্গলবার (১৬ ফ্রেবুয়ারি)
দুপুরে আনুমানিক পৌনে তিন ঘটিকার সময় শাপলা বাগ আ/এ পয়েন্টে ।
তিনি এ সময় উত্তরসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন করতে যাচ্ছিলেন ।ঘটনাস্থলে অটোরিকশার ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে উনার পায়ের আঙ্গুল ভেঙে যায় ।
ঘটনাস্থলে ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল ও শ্রীলক্ষী বস্ত্রালয়ের কানাই দেবনাথ । তারা অতি দ্রুত ঘটনাস্থল থেকে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।