শিশু গৃহকর্মীর উপর ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীর বর্বর নির্যাতন!

0
3
শিশু নির্যাতন

ঢাকার তেজগাঁওয়ে এক ব্যাংক কর্মকর্তার বাসায় গৃহপরিচারিকাকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই শিশুটির বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। শিশুটিকে ময়মনসিংহে পরিবারের কাছে নিয়ে গেলে নির্যাতনের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয় পরিবার। আটক করা হয় অভিযুক্ত মিজানুর রহমান ও শারমীন দম্পতিকে। এ ঘটনায় মামলা হয়েছে।

এ যেন মধ্যযুগীয় বর্বরতা। শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন কোমলমতি শিশুটির। গৃহকর্মীর কাজে গিয়ে এভাবে বাড়ি ফিরতে হয়েছে তাকে। ময়মনসিংহের নান্দাইলের মেয়ে নিশি। ঢাকার তেঁজগাওয়ে ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বাসায় ৪ বছর ধরে শিশু গৃহকর্মী সে।

বাবার দাবি মেয়েকে কাজে পাঠানোর পর বারবার দেখার আকুতি জানালেও সুযোগ মিলেনি। সব শেষ মায়ের অসুস্থতার কথা শুনে শনিবার নিশিকে পরিবারের কাছে নিয়ে যায় মিজান ও তার স্ত্রী শারমিন। এরপর মেয়ের শরীর জুড়ে নির্যাতনে ক্ষত দেখে ওই দম্পত্তিকে পুলিশে ধরিয়ে দেন তারা।

পুলিশ জানিয়েছে এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন তারা। মিজান-শারমিন দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত মিজানুর রহমান সরকারি একটি ব্যাংকে কর্মরত আছেন। স্ত্রীসহ তার দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীও।