বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়ার আভাস

0
0


দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ বইছে বিভিন্ন জেলায়। মঙ্গলবার খুলনা বিভাগের পাশাপাশি ঢাকাসহ আরও ১১ জেলায় তাপপ্রবাহ ছিল। আজও তাপপ্রবাহ থাকতে পারে। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে কম বেশি-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া আজ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মঙ্গলবার থেকে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়ার আভাস

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও হচ্ছে। যেখানে বৃষ্টি নেই, সেসব জায়গায় তাপমাত্রা বেশি থাকছে। তাপপ্রবাহ একেবারেই দেশ থেকে যাচ্ছে না। আগামী ২০ তারিখের দিকে তাপমাত্রা কমে তাপপ্রবাহ দূর হতে পারে। সেই পর্যন্ত বৃষ্টি-তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আরএএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।