আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত ছাত্র-জনতা। মুহূর্তেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত। এসময় অনেকেই খুশিতে কান্নায় ভেঙে পড়েন, মাটিতে লুটিয়ে সেজদা দেন।
শনিবার (১০ মে) রাত ১১টার দিকে আইন উপদেষ্টার ঘোষণার সঙ্গে সঙ্গে এ দৃশ্যের অবতারণা হয়। এসময় পানি ছিটিয়ে, হাত তালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
আবেদিন নামে এক যুবক বলেন, আজ আনন্দের দিন, ঈদের দিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এ আনন্দ আমাদের সবার। বিনা কারণে এ দলটি হাজার হাজার নিরীহ মানুষ খুন করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে। লাখো মানুষকে বিনা দোষে জেলে দিয়েছে, প্রশাসনকে দলীয়করণ করে এসব করেছে। আজ থেকে আমরা এ নাম শুনতে চাই না।’
এমন প্রতিক্রিয়া ছিল অধিকাংশ আন্দোলনকারীর। পরে আনন্দ মিছিল বের হয়। শাহবাগ মোড় থেকে এ আনন্দ মিছিলে অংশ নেয় নেয় জামায়াত, ছাত্রশিবির, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।
এর আগে সন্ধ্যার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহও একই কথা বলেন।
ইএআর/এএসএ/এমআইএইচএস