আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

0
2


ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এ খবর প্রকাশ করেছে। দ্রুতই এ বিষয়ে অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরমধ্যে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা হামলা করে পাকিস্তান। এরপর গত দুদিন ধরেই দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার আইপিএলের ম্যাচ চলাকালে ধর্মশালায় স্টেডিয়ামের আলো নিভিয়ে রেইড অ্যালার্ট ঘণ্টা বাজানো হয়। পরে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।